সার্ভিসের নামঃ NIX পোর্ট
গ্রাহকের ধরণ: আইআইজি, আইএসপি ও APNIC হতে ASN নম্বরধারী গ্রাহকগণ
যোগাযোগ ও সার্ভিস প্রদান: উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-২), মগবাজার টেলিফোন ভবন, মগবাজার, ঢাকা।
এই ক্যাটাগরীর গ্রাহকগণের জন্য নিম্নরুপ মাসিক চার্জ প্রযোজ্য হবে:
ক্র.নং |
পোর্টের ধরণ |
প্রতি সংযোগের এককালীন চার্জ (টাকা) |
পোর্ট প্রতি মাসিক চার্জ (টাকা) |
১ |
FE |
৫,০০০/- |
১,০০০/- |
২ |
GE |
১০,০০০/- |
৩,০০০/- |
৩ |
10 GE |
২৫,০০০/- |
১০,০০০/- |
বিটিসিএল কর্তৃক প্রনীতব্য শর্তাবলী প্রযোজ্য হবে।
বিটিসিএল এর অপটিক্যাল লোকাল লুপ (OFC Local Loop) এর ভাড়া:
এককালীন সংযোগ মূল্য – সংযোগ প্রতি ৫,০০০/- টাকা এবং প্রতি কোর ফাইবারের মাসিক ভাড়া প্রথম ৫০০ মিটার পর্যন্ত সর্বনিম্ন ১,০০০/- টাকা এবং পরর্বতী প্রতি কোর প্রতি মিটার ১.৫০ টাকা হবে। পার্বত্য তিন জেলার জন্য পরর্বতী প্রতি কোর প্রতি মিটার ১.৯৫ টাকা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী প্রতিষ্ঠান ক্যাটাগরির গ্রাহকগণ যদি অধিক দূরত্বের অপটিক্যাল লোকাল লুপ হিসেবে ব্যবহার করেন তাহাদের প্রতি কোর ফাইবারের মাসিক ভাড়া সর্বোচ্চ ১৫,০০০/- টাকা প্রদান করবেন।*** সকল সংযোগের ক্ষেত্রে বিধি মোতাবেক ভ্যাট বা অন্যান্য চার্জ প্রযোজ্য হবে।