Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৪

Rate & Charge : NIX Port

সার্ভিসের নামঃ NIX পোর্ট

গ্রাহকের ধরণ: আইআইজি, আইএসপি ও APNIC  হতে ASN  নম্বরধারী গ্রাহকগণ

  1. বিটিসিএল   নিক্স (NIX) এর  Brand name হবে BNIX/BIX.
  2. শুধু মাত্র আইআইজি, আইএসপি ও APNIC  হতে ASN  নম্বরধারী গ্রাহকগণ এর গ্রাহক হতে পারবেন।
  3. শিফটিং চার্জঃ ২,০০০/- টাকা প্রতি সংযোগ।
  4. গ্রাহক প্রান্তের টার্মিনাল যন্ত্রাদি গ্রাহক নিজে সরবরাহ করবেন। লোকাল লুপ বা লাষ্ট মাইল সলুশন গ্রাহক নিজেও সরবরাহ করতে পারেন বা নির্ধারিত ভাড়া প্রদান সাপেক্ষ বিটিসিএল এর নিজস্ব ফাইবার ব্যবহার করতে পারবেন।

যোগাযোগ ও সার্ভিস প্রদান: উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-২), মগবাজার টেলিফোন ভবন, মগবাজার, ঢাকা।

এই ক্যাটাগরীর গ্রাহকগণের জন্য নিম্নরুপ মাসিক চার্জ প্রযোজ্য হবে:

ক্র.নং

পোর্টের ধরণ

প্রতি সংযোগের এককালীন চার্জ (টাকা)

পোর্ট প্রতি মাসিক চার্জ (টাকা)

FE

৫,০০০/-

১,০০০/-

GE

১০,০০০/-

৩,০০০/-

10 GE

২৫,০০০/-

১০,০০০/-

বিটিসিএল কর্তৃক প্রনীতব্য শর্তাবলী প্রযোজ্য হবে

বিটিসিএল এর অপটিক্যাল লোকাল লুপ (OFC Local Loop)  এর ভাড়া: 

এককালীন সংযোগ মূল্য – সংযোগ প্রতি ৫,০০০/- টাকা এবং প্রতি কোর ফাইবারের মাসিক ভাড়া প্রথম ৫০০ মিটার পর্যন্ত সর্বনিম্ন ১,০০০/- টাকা এবং পরর্বতী প্রতি কোর প্রতি মিটার ১.৫০ টাকা হবে। পার্বত্য তিন জেলার জন্য পরর্বতী প্রতি কোর প্রতি মিটার ১.৯৫ টাকা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী প্রতিষ্ঠান ক্যাটাগরির গ্রাহকগণ যদি অধিক দূরত্বের অপটিক্যাল লোকাল লুপ হিসেবে ব্যবহার করেন তাহাদের প্রতি কোর ফাইবারের মাসিক ভাড়া সর্বোচ্চ ১৫,০০০/- টাকা প্রদান করবেন।*** সকল সংযোগের ক্ষেত্রে বিধি মোতাবেক ভ্যাট বা অন্যান্য চার্জ প্রযোজ্য হবে।