Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০১৪

হঠাত্ করেই যেন মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা


প্রকাশন তারিখ : 2014-08-19

হঠাত্ করেই যেন মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। ঘটনাটা ঘটেছে ইসরায়েলের তেল আবিব থেকে চেক রিপাবলিকের প্রাগ বিমানবন্দরের উদ্দেশে যাত্রার সময়। বিমান আকাশে ওড়ার আগমুহূর্তে এক যাত্রীর আইফোন পাঁচ বিস্ফোরিত হয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর বিমান থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। অবশ্য এ ঘটনায় ১৫০ জন যাত্রীর কেউই আহত হননি। পরে সবকিছু ঠিকঠাক হলে বিমান আবার আকাশে ওড়ে।

বিস্ফোরিত হওয়া আইফোন পাঁচের মালিক ইয়ারডিন লেভি নামের এক কিশোরী। ঘটনার সূত্রপাত বিমানের ভেতরে। বিমানে ওঠার পর ব্যাগ থেকে ফোন বের করলে লেভি দেখে, তা থেকে ধোঁয়া উঠছে। পরে বিমানের ক্রুরা যাত্রীদের নামিয়ে সবকিছু পরীক্ষা করে দেখেন। পুড়ে যাওয়া আইফোনটিও ফেলে আসতে হয় লেভিকে।

অবশ্য হঠাত্ এই আইফোন বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে আইফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এ বছর যুক্তরাষ্ট্রের মেইনে ১৩ বছর বয়সী এক কিশোরীর পকেটে থাকা আইফোন পাঁচ-সিতে আগুন লাগে এবং তার পা পুড়ে যায়। এ ছাড়া অস্ট্রেলিয়ার এক বিমানে আইফোন চার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এদিকে, গত মাসেই যুক্তরাষ্ট্রের আরেক কিশোরীর বালিশের নিচে রাখা গ্যালাক্সি এস ফোর গলে গিয়ে বালিশ পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।