Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২৪

কোলোকেশন সেবা

বিটিসিএল বিল্ডিং/ ফ্লোর  স্পেস/ র‌্যাক স্পেস ভাড়া, অপটিক্যাল ফাইবার ভাড়া, কুলিং, পাওয়ার, ব্যান্ডউইথ এবং সরঞ্জামের নিরাপত্তা সংক্রান্ত সেবা সরবরাহ করে থাকে। সরঞ্জাম, বিদ্যুৎ খরচ, ফ্লোর স্পেস এবং অন্যান্য প্রযুক্তিগত সম্ভাব্যতা বিবেচনা করে এই সুবিধা সরবরাহ করা হয়। আমাদের গ্রাহক মূলত আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি, আইটিসি, ডিডিসিএসপি, এনটিটিএন আইপিটিএসপি, আইএসপি, মোবাইল অপারেটর, ইত্যাদি।

 

কোথায় আবেদন করতে হবে

মগবাজারে কোলোকেশন সংযোগের জন্যে আবেদন করুন উপমহাব্যবস্থাপক (ডোমেইন), মগবাজার বিটিসিএল অফিস, ঢাকা-১২১৭। ফোনঃ ০২-৪৯৩৫৪২০০, ০২-৯৩৩৭৭৫৫, ফ্যাক্সঃ ০২-৪৯৩৫৭৮৭৭, ইমেইলঃ dgm.domain@btcl.com.bd।

 

পূর্ব অঞ্চলে কোলোকেশন সংযোগের জন্যে আবেদন করুন  মূখ্যমহাব্যবস্থাপক, ট্রান্সমিশন (পূর্ব), বিটিসিএল ট্রান্সমিশন অফিস, মাহাখালী, ঢাকা-১২১৭। ফোনঃ ০২-৫৫০৬৯৩৩৩, ফ্যাক্সঃ ০২-৫৫০৬৯৩৩৪, ইমেইলঃ cgm.txeast@btcl.gov.bd।

 

পশ্চিম অঞ্চলে কোলোকেশন সংযোগের জন্যে আবেদন করুন  মূখ্যমহাব্যবস্থাপক, ট্রান্সমিশন (পশ্চিম), বিটিসিএল ট্রান্সমিশন অফিস, মাহাখালী, ঢাকা-১২১৭। ফোনঃ ০২-৫৫০৬৯৩৪৪, ফ্যাক্সঃ ০২-৫৫০৬৯৩৪৫, ইমেইলঃ cgm.txwest@btcl.gov.bd।

অনলাইনে আবেদন

 

 

 

সেবার বর্ণনা

রুম/ফ্লোর স্পেস ভাড়া

বিটিসিএল নির্ধারিত কো-লোকেশন সেন্টারে এয়ারকন্ডিশনিং সুবিধাসহ/ব্যতীত কক্ষের স্থান ভাড়া প্রদান করা হয়

র‍্যাক স্পেস ভাড়া

সম্পূর্ণ/ অর্ধ/ কোয়ার্টার র‍্যাক ভাড়া নেয়ার সুবিধাযুক্ত

বিদ্যুৎ সংযোগ

জেনারেটর ব্যাক-আপ সহ এসি বা ডিসি পাওয়ার এর সুবিধাযুক্ত

অপটিক্যাল ফাইবার কোর ভাড়া

এক্সচেঞ্জ কম্পাউন্ড এর ভেতরে প্যাচ প্যানেল (ODF) এ পোর্ট এবং কানেক্টরসহ/ব্যতীত অপটিক্যাল ফাইবার ভাড়া প্রদান করা হয়

বহুল আলোচিত জিজ্ঞাসা

  • কোলোকেশন সেবার জন্যে কীভাবে আবেদন করবেন?

কোলোকেশন সেবা গ্রহণ করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদন করুন-
ব্যবস্থাপনা পরিচালক,
টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন ঢাকা -১০০০, বাংলাদেশ।
ইমেইল: md@btcl.com.bd

  • সেবাটি সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি কী কী?
    • বিটিআরসি লাইসেন্স
    • ট্রেড লাইসেন্স
    • যন্ত্রপাতির বিবরণ
    • বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত ডকুমেন্ট
    • ব্যবস্থাপনা পরিচালক, টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন ঢাকা -১০০০, বাংলাদেশ বরাবর লেখা আবেদনপত্র
  • বিল সংক্রান্ত বিষয়ে কোথায় যোগাযোগ করতে হবে?

উপমহাব্যবস্থাপক (অর্থ ও রাজস্ব), মগবাজার টেলিফোন ভবন, ঢাকা - ১২১৭ এর সাথে যোগাযোগ করতে হবে।

  • সময় মতো বিল পরিশোধ না করা হলে কি কোনও জরিমানা ফি প্রযোজ্য হবে?

হ্যাঁ। বিল পরিশোধের জন্যে ১% হারে বিলম্ব ফি প্রযোজ্য হবে এবং ৩ মাসের মধ্যে বিল পরিশোধ না করলে ৩% হারে বিলম্ব ফি সহ নতুন বিল জারি হবে এবং উক্ত বিল পরবর্তী ১ মাসের মধ্যে পরিশোধ না করলে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।
পুনরায় সার্ভিস চালু করতে হলে ৫০০০/- টাকা পুনঃসংযোগ ফি ও বিলম্ব ফি সহ বকেয়া বিল পরিশোধ করতে হবে।