Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২৪

সামাজিক দায়বদ্ধতা

বিটিসিএল প্রতিষ্ঠার শুরু থেকেই সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিটিসিএল বছর জুড়ে বিটিটিবি/বিটিসিএল বিভিন্ন সময়ে দেশজুড়ে বিটিসিএল এর নিজস্ব জমিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং সেগুলো পরিচালনায় সহায়তা করার উদ্দেশ্যে প্রতি বছর অনুদান প্রদান করে থাকে। এছাড়া, গবেষণাক্ষেত্রে সহায়তা এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার উদ্দেশ্যে বিটিসিএল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বিটিসিএল এর পারস্পরিক সহযোগিতা শুরু করার বিষয়টি বিবেচনাধীন আছে।

 

বিটিসিএল এর ২টি কলেজ সমূহের তালিকা

টিএন্ডটি মহিলা কলেজ, মহাখালী, ঢাকা।

টিএন্ডটি কলেজ, মতিঝিল, ঢাকা।

 

 

বিটিসিএল এর ৯টি স্কুল সমূহের তালিকা

টিএন্ডটি উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা।

বিটিসিএল আইডিয়াল স্কুল, মগবাজার, ঢাকা।

টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, মহাখালী, ঢাকা।

টিএন্ডটি বালক উচ্চ বিদ্যালয়,বনানী, ঢাকা।

টিএন্ডটি উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ, চট্টগ্রাম।

টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়, মরকুন, টঙ্গী, গাজীপুর।

টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়, টিএসসি, চান্দনা, গাজীপুর।

টিএন্ডটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা।

তারযোগাযোগ প্রাথমিক বিদ্যালয়, সপুরা, রাজশাহী।

 

 

বিটিসিএল এর ২টি মাদ্রাসা সমূহের তালিকা

মহাখালী টিএন্ডটি কলোনী (কওমী) মাদ্রাসা, মহাখালী, ঢাকা।

জামি’আ মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা, কড়াইল বিটিসিএল কলোনী, বনানী, ঢাকা।

 

 

বিটিসিএল এর ৪৬ টি মসজিদ ও ১ টি মন্দিরের তালিকা

মহাখালী টিএন্ডটি কলোনী জামে মসজিদ, বনানী, ঢাকা।

কড়াইল বিটিসিএল জামে মসজিদ, রোড নং-৫,বনানী, ঢাকা।

মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, মগবাজার, ঢাকা।

বনানী বিটিসিএল জামে মসজিদ, ৫নং গেইট, কড়াইল, বনানী, ঢাকা।

পিএন্ডটি কলোনী মসজিদ, মতিঝিল, ঢাকা।

আগ্রাবাদ বিটিসিএল কলোনী জামে মসজিদ, আগ্রাবাদ,চট্টগ্রাম।

নন্দনকানন বিটিসিএল কম্পাউন্ড জামে মসজিদ, নন্দনকানন, চট্টগ্রাম।

বিটিসিএল জামে মসজিদ, কক্সবাজার।

বিটিসিএল জামে মসজিদ, ভেদভেদী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

বিটিসিএল স্টোরস কলোনী জামে মসজিদ, জাম্বুরীমাঠ,আগ্রাবাদ, চট্টগ্রাম।

বেতবুনিয়া বিটিসিএল জামে মসজিদ, বেতবুনিয়া, রাঙ্গামটি।

টিটিসি জামে মসজিদ, টিটিসি, তেজগাঁও, ঢাকা।

বিটিসিএল কলোনী জামে মসজিদ, মরকুন, টঙ্গী, গাজীপুর।

বরিশাল টিএন্ডটি কলোনী জামে মসজিদ, বরিশাল।

পটুয়াখালী টিএন্ডটি কলোনী জামে মসজিদ, পটুয়াখালী।

ভোলা বিটিসিএল কম্পাউন্ড জামে মসজিদ, ভোলা।

বয়রা টিএন্ডটি কলোনী জামে মসজিদ, বয়রা,খুলনা।

বিটিসিএল সিজিএম অফিস পাঞ্জেগানা মসজিদ, টেলিফোন ভবন, খালিশপুর, খুলনা।

মেহেরপুর বিটিসিএল জামে মসজিদ, মেহেরপুর।

বিটিসিএল গোপালগঞ্জ কম্পাউন্ড জামে মসজিদ, গোপালগঞ্জ।

খুলনা ভিএইচএফ জামে মসজিদ, খুলনা।

ঝালকাঠি বিটিসিএল কম্পাউন্ড জামে মসজিদ, ঝালকাঠি।

বিটিসিএল রাজশাহী কলোনী জামে মসজিদ, সপুরা, রাজশাহী।

নাটোর বিটিসিএল চত্ত¡র জামে মসজিদ, নাটোর।

টেলিযোগাযোগ ভবন নামাজঘর, বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।

ষোলশহর বিটিসিএল কলোনী মক্তব ও নামাজঘর, চট্টগ্রাম।

বিটিসিএল আঞ্চলিক অফিস নামাজঘর, আগ্রাবাদ,চট্টগ্রাম।

বিটিসিএল কাচারী বাজার, রংপুরস্থ নামাজঘর।

যশোর টেলিফোন ভবন কম্পাউন্ড নামাজঘর, যশোর।

বিটিসিএল নামাজঘর,রমনা টেলিফোন ভবন,ঢাকা।

নীলক্ষেত টেলিফোন ভবনস্থ বিটিসিএল নামাজঘর।

ঝিনাইদহ টেলিফোন এক্সচেঞ্জ নামাজঘর,ঝিনাইদহ ।

নারায়নগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ কম্পাউন্ডে অবস্থিত নামাজঘর।

চকবাজার এক্সচেঞ্জ ভবনের তৃতীয় তলায় অবস্থিত নামাজঘর।

বিটিসিএল সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ, বনানী (কড়াইল) রোড-৫, বনানী, ঢাকা।