প্রেস রিলিজ
ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে
উন্নত ও আধুনিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল, হালুয়াঘাট, গৌরিপুর, নান্দাইল, ফুলবাড়িয়া, ধোবাউড়া, তারাকান্দা, আঠারবাড়ী; নেত্রকোনা জেলার নেত্রকোণা সদর, কেন্দুয়া, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন, পূর্বধলা, কলমাকান্দা, আটপাড়া, বারহাট্টা, খালিয়াজুড়ি এবং কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর, তাড়াইল, ইটনা, বাজিতপুর, কুলিয়ারচর, কটিয়াদি, করিমগঞ্জ, নিকলি, অষ্টগ্রাম, মিঠামইন, হোসেনপুর ও পাকুন্দিয়া টেলিফোন এক্সচেঞ্জসমূহের পুরাতন ৮, ৯ ও ১০ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর MoTN প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-
এক্সচেঞ্জর নাম |
পুরাতন নম্বর |
নতুন নম্বর |
মন্তব্য |
ময়মনসিংহ |
প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে। |
||
ময়মনসিংহ সদর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯১৫১××× - ০৯১৬১××× |
০২৯৯৬৬৬১০×× - ০২৯৯৬৬৭১৫×× |
|
গফরগাঁও টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৫৫৬ ××× |
০২৯৯৬৬৭১৩××- ০২৯৯৬৬৭১৮×× |
|
ঈশ্বরগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৭৫৬ ××× |
০২৯৯৬৬৭১৯××- ০২৯৯৬৬৭২২×× |
|
ফুলপুর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০৩৩৫৬ ××× |
০২৯৯৬৬৭২৩××- ০২৯৯৬৬৭২৫×× |
|
ভালুকা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২২৫৬ ××× |
০২৯৯৬৬৭২৬××- ০২৯৯৬৬৭২৮×× |
|
মুক্তাগাছা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৮৭৫ ××× |
০২৯৯৬৬৭২৯××- ০২৯৯৬৬৭৩৩×× |
|
ত্রিশাল টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০৩২৫৬ ××× |
০২৯৯৬৬৭৩৪××- ০২৯৯৬৬৭৩৬×× |
|
হালুয়াঘাট টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৬৫৬ ××× |
০২৯৯৬৬৭৩৭××- ০২৯৯৬৬৭৪০×× |
|
গৌরিপুর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৪৫৬××× |
০২৯৯৬৬৭৪১××-০২৯৯৬৬৭৪৫×× |
|
নান্দাইল টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৯৬৪ ××× |
০২৯৯৬৬৭৪৬××- ০২৯৯৬৬৭৪৯×× |
|
ফুলবাড়িয়া টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০২৩৭৩××× |
০২৯৯৬৬৭৫০××-০২৯৯৬৬৭৫৪×× |
|
ধোবাউড়া টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০৩৪৫৬ ××× |
০২৯৯৬৬৭৫৫××- ০২৯৯৬৬৭৫৬×× |
|
তারাকান্দা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০৪২৫১ ××× |
০২৯৯৬৬৭৫৭××- ০২৯৯৬৬৭৫৮×× |
|
আঠারবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ |
০৯০৪৩৫৬ ××× |
০২৯৯৬৬৭৬০××- ০২৯৯৬৬৭৬৩×× |
|
নেত্রকোনা |
|||
নেত্রকোণা সদর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫১৫১××× - ০৯৫১৬১××× |
০২৯৯৬৬৫১০×× -০২৯৯৬৬৫২৯×× |
|
কেন্দুয়া টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৮৫৬××× |
০২৯৯৬৬৫৩০×× - ০২৯৯৬৬৫৩১×× |
|
দুর্গাপুর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৫৫৬××× |
০২৯৯৬৬৫৩৩×× - ০২৯৯৬৬৫৩৫×× |
|
মোহনগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৪৫৬××× |
০২৯৯৬৬৫৩৬×× - ০২৯৯৬৬৫৩৮×× |
|
মদন টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৯৫৬××× |
০২৯৯৬৬৫৩৯×× - ০২৯৯৬৬৫৪০×× |
|
পূর্বধলা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫৩২৫৬××× |
০২৯৯৬৬৫৪২×× - ০২৯৯৬৬৫৪৩×× |
|
কলমাকান্দা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৭৫৬××× |
০২৯৯৬৬৫৪৪×× - ০২৯৯৬৬৫৪৫×× |
|
আটপাড়া টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২২৭৪××× |
০২৯৯৬৬৫৪৭×× - ০২৯৯৬৬৫৫০×× |
|
বারহাট্টা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৩৫৬××× |
০২৯৯৬৬৫৫১×× - ০২৯৯৬৬৫৫৩×× |
|
খালিয়াজুড়ি টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৫২৬৫৬××× |
০২৯৯৬৬৫৫৪×× - ০২৯৯৬৬৫৫৫×× |
|
কিশোরগঞ্জ |
|||
কিশোরগঞ্জ সদর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪১৫১××× - ০৯৪১৬১××× |
০২৯৯৭৭৬১০×× - ০২৯৯৭৭৬৩৩×× |
|
তাড়াইল টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৪৭৫××× |
০২৯৯৭৭৬৩৪×× - ০২৯৯৭৭৬৩৬×× |
|
ইটনা টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৬৫৬××× |
০২৯৯৭৭৬৩৭×× - ০২৯৯৭৭৬৩৮×× |
|
বাজিতপুর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৩ ৬৪××× |
০২৯৯৭৭৬৩৯×× -০২৯৯৭৭৬৪১×× |
|
কুলিয়ারচর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৯৫৬××× |
০২৯৯৭৭৬৪২×× - ০২৯৯৭৭৬৪৩×× |
|
কটিয়াদি টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৮৫৬××× |
০২৯৯৭৭৬৪৪×× - ০২৯৯৭৭৬৪৭×× |
|
করিমগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৭৫৬××× |
০২৯৯৭৭৬৪৮×× - ০২৯৯৭৭৬৪৯×× |
|
নিকলি টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪৩২৫৬××× |
০২৯৯৭৭৬৫১×× - ০২৯৯৭৭৬৫২×× |
|
অষ্টগ্রাম টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২২৫৬××× |
০২৯৯৭৭৬৫৩×× - ০২৯৯৭৭৬৫৪×× |
|
মিঠামইন টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪৩৫৫৬××× |
০২৯৯৭৭৬৫৫×× - ০২৯৯৭৭৬৫৬×× |
|
হোসেনপুর টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪২৫৫৬××× |
০২৯৯৭৭৬৫৭×× - ০২৯৯৭৭৬৫৯×× |
|
পাকুন্দিয়া টেলিফোন এক্সচেঞ্জ |
০৯৪৩৩৫৬××× |
০২৯৯৭৭৬৬০×× - ০২৯৯৭৭৬৬৩×× |
গ্রাহকবৃন্দের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ময়মনসিংহ জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২৯৯৬৬৬৭০০০ অথবা ০১৫৫০১৫১৭৪৮; নেত্রকোনা জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২৯৯৬৬৫১১৫১ অথবা ০১৫৫২৩০৬৮৮৪ এবং কিশোরগঞ্জ জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২৯৯৭৭৬১১৫১ অথবা ০১৭১৬৪২৩৮১৭নম্বরে ফোন করতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।
নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।