ঢাকা, ৪ এপ্রিল ২০২৪: গত ৩ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ সকাল ৮:৪০ ঘটিকা থেকে .bd ডোমেইনভুক্ত ওয়েবসাইটসমূহ এক্সেস করতে না পারায় তাৎক্ষণিকভাবে কারিগরি টিম কাজ শুরু করে এবং বিস্তারিত কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মূল সমস্যা চিহ্নিত করা হয়। এতে দেখা যায় যে, ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা IANA (Internet Assigned Numbers Authority) এর রুট সার্ভারগুলি .bd ডোমেইন সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছিল না।
বিটিসিএল হতে IANA, USA অফিসে যোগাযোগ করে সমস্যাটি জানানো হয় এবং বিটিসিএল ও IANA এর কারিগরি টিমের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার রাত ১০:৩০ ঘটিকায় সমস্যাটির সমাধান হয়। বর্তমানে ডোমেইন সেবা চালু আছে। এখানে উল্লেখ্য যে, বিটিসিএল এর আরেকটি ডোমেইন .বাংলা সকল সুবিধাসহ নিরবচ্ছিন্নভাবে চালু ছিল।
(মীর মোহাম্মদ মোরশেদ)
জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা)
ফোনঃ ০২-৪১০৩০৪৮৫