Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২৪

গাজীপুর , নরসিংদী , টাঙ্গাইল , জামালপুর এবং শেরপুর টেলিফোন এক্সচেঞ্জের নম্বর পরিবর্তন করা হচ্ছে


প্রকাশন তারিখ : 2022-06-01

প্রেসরিলিজ

 

গাজীপুর নরসিংদী টাঙ্গাইল জামালপুর এবং শেরপুর টেলিফোন এক্সচেঞ্জের নম্বর পরিবর্তন করা হচ্ছে 

 

ঢাকামে ৩১২০২২:- উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর জেলার বোর্ডবাজারকোনাবাড়িসালনারাজেন্দ্রপুরকালিয়াকৈরশ্রীপুরনরসিংদী জেলার ঘোড়াশালরায়পুরামাধবদীটাঙ্গাইল জেলার ঘাটাইলসখীপুরমির্জাপুরভুয়াপুরজামালপুর জেলার বকশীগঞ্জসরিষাবাড়ীমেলান্দহমাদারগঞ্জইসলামপুরদেওয়ানগঞ্জশেরপুর জেলার শ্রীবর্দীনকলা টেলিফোন এক্সচেঞ্জসমূহের পুরাতন ৮৯ ও ১০ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর MoTN প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগারডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যেশুরু হয়েছে।

পুরাতন টেলিফোন নম্বরসমূহ নিম্নোক্ত ভাবে প্রতিস্থাপন করা হচ্ছেঃ-

 

গ্রাহকবৃন্দের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে নতুন নম্বরটি  ফোন কলের মাধ্যমে সম্মানিত গ্রাহকবৃন্দকে জানিয়ে দেয়া হবে। নম্বর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় সম্মানিত গ্রাহক বিটিসিএল এর কল সেন্টার ১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে গাজীপুর জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২ ৪৯২৬৩৩৬৬ অথবা ০১৫৮০৯৪৪৫১৯নরসিংদী জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২ ২২৪৪৫২০১১ অথবা ০১৭১৭৪৪০৩৪৭টাঙ্গাইল জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২ ৯৯৭৭৫১১১১ অথবা ০১৫৫২৩৮০৪৪০জামালপুর জেলার এক্সচেঞ্জসমূহের জন্য  ০২ ৯৯৭৭৭২৪৪২ অথবা ০১৯৮১২৬৬৯৩৬ এবং শেরপুর জেলার এক্সচেঞ্জসমূহের জন্য ০২ ৯৯৭৭৮১৩০২ অথবা ০১৫৫২৩৫২৫৬০ নম্বরে ফোন করতে পারবেন।

 

প্রসঙ্গত উল্লেখ্যবিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

 

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।