উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল এর আওতাধীন
মুলাদি, হিজলা ও মনপুরা
টেলিফোন এক্সচেঞ্জের ৫(পাঁচ) ও ৭(সাত) ডিজিটের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ।
টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-
এক্সচেঞ্জর নাম |
পুরাতন নম্বর |
নতুন নম্বর |
মন্তব্য |
বরিশাল |
প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে।
|
||
মুলাদি টেলিফোন এক্সচেঞ্জ |
043171xxx |
024788699xx |
|
হিজলা টেলিফোনএক্সচেঞ্জ |
043171xxx |
024788714xx |
|
মনপুরা টেলিফোনএক্সচেঞ্জ |
043171xxx |
02478896xxx |
গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd তে দেয়া আছে।নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০২৪৭৮৮৬৯৯০০, ০২৪৭৮৮৭১৪০০ অথবা ০২৪৭৮৮৯৬০০০ নম্বরে ফোন করতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে, বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।
নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।