ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২২:- বিটিসিএল এবং রবি এক্সিয়াটা লি. এর মধ্যে টাওয়ার শেয়ারিং সংক্রান্ত সার্ভিস লেভেল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। ইস্কাটনস্থ বিটিসিএল প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে গত ১৭ ফেব্রুয়ারি, ২০২২ বৃহস্পতিবার সকালে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং রবি এক্সিয়াটা লি. এর এ.সি.ই.ও এম. রিয়াজ রশীদ এই এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। এসময় বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালকগনসহ উর্দ্ধতন কর্মকর্তাগন এবং রবি এক্সিয়াটা লি. এর উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।