Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৪

অভ্যন্তরীন সেবা (Internal Service): সাধারণ শাখা

 
২.৩) অভ্যন্তরীন সেবা (Internal Service)

(পূর্বের পাতায় ফেরত যেতে ক্লিক করুন)

সাধারণ শাখা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

 

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

ষ্টেশনারী মালামালঃ

যেমনঃ- বিভিন্ন মাপের দেশী/আমদানিকৃত কাগজ, কলম/পেন্সিল ও নানা প্রকার অফিস স্টেশনারী সামগ্রী।

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

সরকারি ক্রয় নীতি অনুসরণপূর্বক। সাধারণ শাখা।

 

প্রযোজ্য নয়

 

সরকারি ক্রয় বিধি অনুসরণ করে কার্যাদেশ প্রদানের ৩ দিনের মধ্যে

 

খান মোহাম্মাদ কায়ছার

উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ-৪)

ফোনঃ ০২-৯৩২০১৭১

 

E-mail: dd.admn.btcl2015@gmail.com

 

২.

পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কাজের নিমিত্ত টয়লেট্রিজ মালামালঃ

 

যেমনঃ- হারপিক, ভিক্সল, ব্লিচিং ও অন্যান্য পরিস্কারক দ্রব্যাদি এয়ারফ্রেশনার, এ্যারোসল, ডেটল, হ্যান্ডওয়াশ এর ন্যয় টয়লেট্রিজ/স্বাস্থ্যবিধিসম্মত দ্রব্যাদি এবং এতদসংক্রান্ত বিভিন্ন যন্ত্র/উপকরণাদি।

 

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

সরকারি ক্রয় নীতি অনুসরণপূর্বক। সাধারণ শাখা।

 

সরকারি ক্রয় বিধি অনুসরণ করে কার্যাদেশ প্রদানের ৩ দিনের মধ্যে

৩.

কম্পিউটার প্রিন্টারের টোনার/কাটিজ, ফটোকপিয়ার মেশিনের টোনার ও ফ্যাক্স মেশিনের টোনার ইত্যাদি।

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

প্রাপ্ত অধিযাচনের ভিত্তিতে আর্থিক ক্ষমতানুযায়ী ক্রয় করে সরবরাহ করা হয়। সাধারণ শাখা।

চাহিদা প্রাপ্তির ২/৩ দিনের মধ্যে

৪.

অফিস ইকুইপমেন্ট/আইটি ইকুইপমেন্টঃ

 

কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস, ফ্যাক্স, স্ক্যানার, ফটোকপিয়ার, মেশিন ইত্যাদি।

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

সরকারি ক্রয় নীতি অনুসরণপূর্বক। সাধারণ শাখা।

 

সরকারি ক্রয় বিধি অনুসরণ করে কার্যাদেশ প্রদানের ৩ দিনের মধ্যে

৫.

আসবাবপত্রঃ

যেমনঃ চেয়ার, টেবিল, আলমারী, টেবিলের গ্লাস, ফাইল কেবিনেট, সোফাসেট, জানালার পর্দা ইত্যাদি।

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

সরকারি ক্রয় নীতি অনুসরণপূর্বক। সাধারণ শাখা।

 

সরকারি ক্রয় বিধি অনুসরণ করে কার্যাদেশ প্রদানের ৩ দিনের মধ্যে

৬.

ক্রোকারিজ মালামালঃ

যেমনঃ কাপ-পিরিচ, ফুল প্লেট, হাপ প্লেট, ইলেকট্রিক কেটলী, ফ্লাক্স, চা-চামচ, মগ, জগ, তোয়ালে ইত্যাদ।

বিভিন্ন শাখার কর্মকর্তাদের চাহিদার প্রেক্ষিতে

প্রাপ্ত অধিযাচনের ভিত্তিতে আর্থিক ক্ষমতানুযায়ী ক্রয় করে সরবরাহ করা হয়। সাধারণ শাখা।

চাহিদা প্রাপ্তির ২/৩ দিনের মধ্যে