Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৪

অভ্যন্তরীন সেবা (Internal Service): পরিবহন শাখা

২.৩) অভ্যন্তরীন সেবা (Internal Service)

(পূর্বের পাতায় ফেরত যেতে ক্লিক করুন)

পরিবহন শাখা

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

ডাক ও টেলিযোগযোগ বিভাগ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারী দপ্তর এবং বিটিসিএল এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যাতায়াত, দাপ্তরিক অন্যান্য কার্যক্রম এবং কল্যাণমূলক (এম্বুলেন্স ইত্যাদি) কাজে পরিবহন সেবা।

(ক) কর্মকর্তাগণের জন্য প্রাধিকার ভিত্তিতে গাড়ী বরাদ্দ।

 

(খ) ভাড়ায় চালিত ১৩ (পনের)টি রুটে বাস/মিনিবাসের মাধ্যমে মাসিক ভাড়ার ভিত্তিতে কর্মচারী পরিবহন।

 

(গ) বিটিসিএল এর নিজস্ব হলার/যানবাহনের মাধ্যমে কর্মস্থলে যাতায়াত।

 

(ঘ) জরুরী দাপ্তরিক, ব্যক্তিগত ও কল্যাণমূলক কাজে রিকুইজিশনের মাধ্যমে যানবাহন সেবা।

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়।

 

রিকুইজশন ফর্ম, সিএনজি ও অকটেন রশিদ বই, মেরামতের চাহিদাপত্র ইত্যাদি পরিবহন শাখায় পাওয়া যাবে।

(ক) বাস সার্ভিস মাসিক ৫০ থেকে ৫০০ টাকা টিকেট

 

(খ) রিকুইজিশন কিলোমিটার প্রতি, সরকার নির্ধারিত হারে।

 

(গ) কল্যাণমূলক কার্যক্রমে বিনামূল্যে।

প্রযোজ্য নয়

উপ-মহাব্যবস্থাপক

(মানব সম্পদ-৫)

বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয় ঢাকা।

ফোনঃ ০২-৯৩২০০১৩