(পূর্বের পাতায় ফেরত যেতে ক্লিক করুন)
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১. |
ডাক ও টেলিযোগযোগ বিভাগ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারী দপ্তর এবং বিটিসিএল এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যাতায়াত, দাপ্তরিক অন্যান্য কার্যক্রম এবং কল্যাণমূলক (এম্বুলেন্স ইত্যাদি) কাজে পরিবহন সেবা। |
(ক) কর্মকর্তাগণের জন্য প্রাধিকার ভিত্তিতে গাড়ী বরাদ্দ।
(খ) ভাড়ায় চালিত ১৩ (পনের)টি রুটে বাস/মিনিবাসের মাধ্যমে মাসিক ভাড়ার ভিত্তিতে কর্মচারী পরিবহন।
(গ) বিটিসিএল এর নিজস্ব হলার/যানবাহনের মাধ্যমে কর্মস্থলে যাতায়াত।
(ঘ) জরুরী দাপ্তরিক, ব্যক্তিগত ও কল্যাণমূলক কাজে রিকুইজিশনের মাধ্যমে যানবাহন সেবা। |
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়।
রিকুইজশন ফর্ম, সিএনজি ও অকটেন রশিদ বই, মেরামতের চাহিদাপত্র ইত্যাদি পরিবহন শাখায় পাওয়া যাবে। |
(ক) বাস সার্ভিস মাসিক ৫০ থেকে ৫০০ টাকা টিকেট
(খ) রিকুইজিশন কিলোমিটার প্রতি, সরকার নির্ধারিত হারে।
(গ) কল্যাণমূলক কার্যক্রমে বিনামূল্যে। |
প্রযোজ্য নয় |
উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ-৫) বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয় ঢাকা। ফোনঃ ০২-৯৩২০০১৩ |