Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৪

অভ্যন্তরীন সেবা (Internal Service): কল্যাণ শাখা

 
২.৩) অভ্যন্তরীন সেবা (Internal Service)

(পূর্বের পাতায় ফেরত যেতে ক্লিক করুন)

কল্যাণ শাখা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

 

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

বিটিসিএল এ কর্মরত কর্মচারী (ডিওটি’র প্রেষণরত ও বিটিসিএলে নিয়োগপ্রাপ্ত) ও  তাদের উপর নির্ভরশীলদের চিকিৎসা, দূর্যোগ-দুর্ঘটনা ইত্যাদির জন্য অনুদান।

প্রাপ্ত আবেদন গুলি সংশ্লিষ্ট কমিটির সভা আহবানের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ে থাকে।

চিকিৎসক কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র এবং খরচের  বিল ভাউচারের কপি দাখিল সাপেক্ষে।             

 

প্রযোজ্য নয়

 

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে

 

খান মোহাম্মাদ কায়ছার

উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ-৪)

ফোনঃ ০২-৯৩২০১৭১

 

E-mail: dd.admn.btcl2015@gmail.com

 

২.

বিটিসিএল এ কর্মরত কর্মচারী (ডিওটি’র প্রেষণরত ও বিটিসিএলে নিয়োগপ্রাপ্ত) ও  তাদের উপর নির্ভরশীলদের দাফন- কাফন উপ-খাতে অনুদান।

-ঐ-

মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চল  প্রধান/কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে।             

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে            

 

৩.

বিটিসিএল এ কর্মরত কর্মচারীদের (ডিওটি’র প্রেষণরত ও বিটিসিএলে নিয়োগপ্রাপ্ত) ছেলে-মেয়ে ও তাহাদের উপর র্নিভরশীলদের শিক্ষা সংক্রান্ত অনুদান।

-ঐ-

শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং বেতনের রশিদ ইত্যাদি প্রমানক সাপেক্ষে।

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে            

 

৪.

ক্লাব, কেন্টিন, সমিতি, বনভোজন,চিত্তবিনোদন ও নাট্যনুষ্ঠান ইত্যাদি বাবদ অনুদান।

-ঐ-

সংশ্লিষ্টদের নিকট হতে প্রাপ্ত আবেদন প্রাপ্তি ও এমডি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে।

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে

৫.

বিটিসিএল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, ষ্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসা ও নামাজঘর ইত্যাদির পরিচালনা/উন্নয়নমূলক কাজের জন্য অনুদান মঞ্জুরী।

-ঐ-

প্রতিষ্ঠানের সভাপতি কর্তৃক যথাযথভাবে চাহিদা জ্ঞাপনের মাধ্যমে।

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের

৬.

টেলিযোগাযোগ ভবন ডিসপেনসারীর চিকিৎসা যন্ত্রপাতি ও ঔষধ ক্রয়।

-ঐ-

সিনিয়র মেডিক্যাল অফিসার চাহিদা কর্তৃক চাহিদা জ্ঞাপন ও সরকারি ক্রয় নীতি অনুসরণে।

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে

৭.

বিটিসিএল কল্যাণ তহবিলের “সংরক্ষিত”  উপখাত (কল্যান বিষয়ক বিশেষ ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত জটিল ও ব্যয় বহুল রোগের চিকিৎসা খরচ নির্বাহের জন্য)

-ঐ-

কর্মচারীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চল প্রধান/কর্মকর্তাও সুপারিশ ও এমডি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে।             

বাজেট প্রাপ্তি ও যাবতীয় প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যে

৮.

কর্মকর্তাদের বাসা বরাদ্দ

-ঐ-

আবেদন, ঘোষণাপত্র ও বেতনপত্র মোতাবেক  তৈরিকৃত অপেক্ষমান তালিকানুযায়ী বরাদ্দ বিধিমালা অনুসরণে।

 

০৩ মাস অন্তর/কমিটির সভাপতির নির্দেশক্রমে কমিটির সভানুষ্ঠান করে/ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাসা বরাদ্দ করা হয়

 

৯.

বিটিসিএল এর চাকুরিতে যোগদান না করা  ওর্য়াকচার্জড কর্মচারীদের সকল কার্যক্রম

নথিতে উপস্থাপনের মাধ্যমে

প্রয়োজনীয় কাগজপত্র

০৭ দিন

১০.

বিটিসিএল এর চাকুরিতে যোগদান করা ১২ তম গ্রেড (সাবেক ওয়ার্কচার্জড) ও ১২ তম গ্রেড (বিলোপযোগ্য) পর্যায়ের কর্মচারীদের আন্তঃআঞ্চলিক বদলি/পদস্থাপন/শৃঙ্খলাবিধান সংক্রান্ত কাজ।

 

-ঐ-

প্রয়োজনীয় কাগজপত্র

০৭ দিন

১১.

বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত ১২ তম গ্রেড (সাবেক ওয়ার্কচার্জড) ও ১২ তম গ্রেড (বিলোপযোগ্য) পর্যায়ের কর্মচারীদের আন্তঃশাখা বদলি/সার্ভিসবুক-ব্যক্তিগত নথি সংরক্ষণ এবং এতদসংক্রান্ত প্রশাসনিক যাবতীয় কার্যাদি।

 

নথিতে উপস্থাপনের মাধ্যমে

প্রয়োজনীয় কাগজপত্র

০৭ দিন

১২.

বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসা ও নামাজঘর ইত্যাদির পরিচালনা কমিটির অনুমোদন।

 

-ঐ-

প্রয়োজনীয় কাগজপত্র

০৭ দিন

১৩.

সিবিএ সংক্রান্ত কার্যক্রম

 

-ঐ-

প্রয়োজনীয় কাগজপত্র

৭ দিন