Wellcome to National Portal
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৪

অভ্যন্তরীন সেবা (Internal Service): প্রশাসন শাখা

 
২.৩) অভ্যন্তরীন সেবা (Internal Service)

(পূর্বের পাতায় ফেরত যেতে ক্লিক করুন)

প্রশাসন শাখা

 

ক্রমিক নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)
(১) (২) (৩) (৪) (৫) (৬) (৭)

১.

কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত বিটিসিএল এ প্রেষণরত টেলিযোগাযোগ অধিদপ্তরের ১১ হতে ২০ গ্রেডের কর্মচারীদের আন্তঃশাখা বদলি ও পদস্থাপন এবং সার্ভিস বুক/ব্যক্তিগত নথি সংরক্ষণ।

প্রশাসনিক কাজের গতিশীলতার জন্য দক্ষতা সম্পন্ন কর্মচারীকে কাজের গুরুত্ব অনুযায়ী  যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বদলি ও পদস্থাপন করা হয়।

ম্যানেজার (এইচআর-৪), কেন্দ্রীয় কার্যালয়, প্রশাসন শাখা।

 

 

প্রযোজ্য নয়

 

১০-১৫ দিন

 

 

খান মোহাম্মাদ কায়ছার

উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ-৪)

ফোনঃ ০২-৯৩২০১৭১

 

E-mail: dd.admn.btcl2015@gmail.com

 

 

 

২.

বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী দের জিপিএফ অগ্রিম এর আবেদন মঞ্জুরীর নিমিত্ত ডিওটি’তে অগ্রায়ন করা হয়।

কেন্দ্রীয় কার্যালয়ের সকল  শাখা হতে প্রাপ্ত জিপিএফ অগ্রিম এর আবেদন প্রাপ্তির পর জিএম এইচআর-২ অনুবিভাগ হতে ডিওটি’তে অগ্রায়ন করা হয়।

ম্যানেজার (এইচআর-৪), কেন্দ্রীয় কার্যালয়, প্রশাসন শাখা।

 

৩ দিন

৩.

বিভিন্ন কাজের সার্কুলার জারী।

মন্ত্রনালয়/বিভাগ হতে প্রাপ্ত পত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সকল অঞ্চল/ইউনিট অফিসে প্রেরণ করা হয়।

ম্যানেজার (এইচআর-৪), কেন্দ্রীয় কার্যালয়, প্রশাসন শাখা।

 

২ দিন

৪.

কেন্দ্রীয় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ভ্রমন অগ্রিম।

কর্মকর্তা-কর্মচারীদের নিকট হতে ভ্রমণ অগ্রিম প্রদানের আবেদন পাওয়ার মাধ্যমে ভ্রমণ অগ্রিমের মঞ্জুরী পত্র জারী করা হয়।

ম্যানেজার (এইচআর-৪), কেন্দ্রীয় কার্যালয়, প্রশাসন শাখা।

 

২ দিন

৫.

অর্জিত ছুটি, আর/আর, বহিঃ বাংলাদেশ ছুটি।

কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত ডিওটি’র ১১ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের নিকট হতে আর/আর এর আবেদন প্রাপ্তি ও যথাযথ অনুমোদনের পর আর/আর এর মঞ্জুরীপত্র জারি করা হয়। অর্জিত/বহি: বাংলাদেশ ছুটির আবেদনসমূহ ডিওটি’তে অগ্রায়ন করা হয়।

ম্যানেজার (এইচআর-৪), কেন্দ্রীয় কার্যালয়, প্রশাসন শাখা।

 

২ দিন